শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণে অরো দুজনের মৃত্যু

আক্রান্তের সংখ্যাও বাড়ল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১:৪৪ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণে অরো দুজনের মৃত্যু ছাড়াও সরকারী হিসবে আক্রান্তের সংখ্যা আগের দিনের ৫০ থেকে ৬১ জনে উন্নীত হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলের ছয় জেলায় সরকারীভাবে ১৩৭ জনের মৃত্যু ও ৬ হাজার ৮৮২ জনের আক্রান্তের কথা বলা হল। যার মধ্যে চলতি মাসের ১৮ দিনেই ১ হাজার ৪৭ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হল। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৮৭ জন সহ ৪ হাজার ৮৯২ জন সুস্থ হয়ে উঠেছেন।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজে মঙ্গলবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ২৮২ জনের নমুনা পরিক্ষায় ৬০জনের এবং ভোলা হাসপাতালে ২৪ জনের পরিক্ষায় ৪ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় করেনা সংক্রমনে মৃত দুজনের একজন বরিশাল মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ৪০ বছর বয়স্কা এক নারী শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও বরগুনা সদরের ৫৫ বছরে এক পুরুষ জেলা হাসপাতালে মারা গেছেন। এনিয়ে বরিশালে মৃতের সংখ্যা ৫২’তে উন্নীত হল। জেলায় সরকারী হিসেবে আক্রান্ত ২,৮৬৩। যার ৮০ ভাগেরও বেশী বরিশাল মহানগরীতে। জেলায় মঙ্গলবার আক্রান্তের সংখ্যা আগের দিনের ১৯ থেকে ২৬ জনে উন্নীত হয়েছে।
বরগুনাতে আক্রান্তের সংখ্যা আগের দিনের ৭ থেকে ৫ জনে হ্রাস পেলেও জেলা সদরে একজনের মারা যাওয়ায় ৭৭৪ জন আক্রান্তের মধ্যে ১৫ জনের মৃত্যু হল। মৃত্যুর এ সংখ্যাটা জাতীয় হারের চেয়ে বেশী। পিরোজপুরে আক্রান্তের সংখ্যা আগের দিনের এক থেকে ৬ জনে উন্নীত হলেও গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু ছিলনা। সোমবারে একজন সহ পিরোজপুরে মৃতের সংখ্যা ১৬ জনে উন্নীত হয়েছে। জেলায় মোট আক্রান্ত ৮৬৪।
ঝালকাঠীতেও মঙ্গলবার আক্রান্ত আগের দিনের ৮ থেকে ১১ জনে উন্নীত হবার ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ৫৬৮। জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। যা করোনায় জাতীয় মৃত্যুহারের চেয়ে বেশী। পটুয়াখালীতেও মঙ্গলবার আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে একজন হ্রাস পেয়ে ১১ হলেও জেলাটিতে এ পর্যন্ত ১,২০৬ জন করোনা সংক্রমনের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এ হার জাতীয় ও আঞ্চলিক হিসেবের অনেক ওপরে।
ভোলাতে আক্রান্তের সংখ্যা আগের দিনের ৩ থেকে মঙ্গলবার দুজনে হ্রাস পেয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ৬১১ আক্রান্তের মধ্যে মারা গেছেন ৬ জন। ভোলার মৃত্যুহার জাতীয় ও আঞ্চলিক হিসেবের কিছুটা নিচে।
এদিকে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করেনা ওয়ার্ডে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে ৪৫ জন চিকিৎসাধীন ছিল। যা আগের দিন ছিল যথাক্রমে ৩৮ ও ৪৪ জন। তবে হাসপাতালটির আইসিইউ’তে আগের দিনের ৮ জনের স্থলে ৬ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন