কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরো ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৭ আগস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব(১৩৯টি) ও ঢাকার ল্যাবে পাঠানো(৬৭টি) মোট ২০৬টি স্যাম্পলের নমুুনা পরীক্ষা করা হয়। তাতে কুষ্টিয়ায় নতুন করে আরো(কুষ্টিয়া ল্যাবে ২৭জন ও ঢাকা ল্যাবে ১২জন) ৩৯জন করোনা রোগী শনাক্ত হয়।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব পরীক্ষায় শনাক্তদের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলার ২২ জন,মিরপুর উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলায় ৪জন ও ভেড়ামারা উপজেলায় ১জন।
জেলায় এ নিয়ে ২৩৭৮ জন কোভিড রোগী শনাক্ত হলেন আর মারা গেছেন ৪৮ জন।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের পক্ষ থেকে জানানো হয়, ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন