শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীতে করোনায় শিক্ষকের মৃত্যু, অর্ধশত শনাক্ত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ৬:৪৭ পিএম

নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে ফিরোজ উদ্দিন নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫০জন।

মঙ্গলবার বিকেলে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফিরোজ উদ্দিনের শরীরে গত ১৩আগস্ট করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকার হোলি ফ্যামেলী হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। ওই হাসপাতালে সোমবার রাতে মারা যান তিনি।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৪ঘন্টায় জেলার সদরে ১৯, সুবর্ণচরে ২, বেগমগঞ্জে ৭, সোনাইমুড়ীতে ৩, চাটখিলে ২, সেনবাগে ৫, কবিরহাটে ৮ ও কোম্পানীগঞ্জ উপজেলায় ৪জনসহ ৫০জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৪০১৭। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ২৭১০, আইসোলেশনে রয়েছেন ১২৩২ ও মারা গেছেন ৭৫জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন