শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রতিমণ পাট ৩ হাজার টাকা নির্ধারণের দাবি যশোরের কৃষক সংগ্রাম সমিতির

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ৫:২৮ পিএম

যশোরে কৃষক সংগ্রাম সমিতি ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে। বুধবার প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনের শ্লোগান ছিলো ‘কৃষি ও কৃষকের সমস্যায় মূলত জাতীয় সমস্যা’।

মানববন্ধন থেকে পাটের প্রতিমণ মূল্য ন্যুনতম ৩ হাজার টাকা নির্ধারণ, পাট শিল্প বিরাষ্ট্রীয়করণ বাতিল, কৃষিভিত্তিক শিল্প আধুনিকায়ন ও জাতীয়করণসহ উত্থাপিত দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়।

মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, কৃষকরাই এদেশের প্রাণ, অথচ তাদের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়না। বেশির ভাগ ক্ষেত্রেই তাদের স্বার্র্থের পরিপন্থী সিদ্ধান্ত নেয়া হয়। কৃষিভিত্তিক শিল্প গড়ে না তোলা এবং পাটকল বিরাষ্ট্রীয়করণের চেষ্টা তারই প্রমাণ।

বাংলাদেশ কৃষক সংগ্রাম কমিটির যশোর জেলার সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস,দপ্তর সম্পাদক জাকির হোসেন মাস্টার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন