ভারতে উৎপাদন করা ভ্যাকসিনে বাংলাদেশে অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। আজ বুধবার হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শ্রিংলা বলেন, ভারতের উৎপাদন করা ভ্যাকসিন আগে পাবে বাংলাদেশ এবং কোভিড পরবর্তী সম্পর্কোন্নয়নে বাংলাদেশকে গুরুত্ব দিয়েছে ভারত। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, করোনাকালে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর দিল্লির সৌহার্দ্যের নজির। ভারত বিশেষ ভিসা সুবিধা দেয়ারও আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। এ সময় রোহিঙ্গা ও সীমান্ত হত্যা নিয়েও আলোচনা হয় বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব।
এর আগে দুদিনের সফরের শেষ দিনে নানা পর্যায়ের বিশিষ্টজনদের সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বেলা সাড়ে ১২টার পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন হোটেলে আসেন। সচিব পর্যায়ের বৈঠক শেষে বিকালেই ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে হর্ষবর্ধন শ্রিংলার ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন