স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ফুটবলে অধরা সোনা জয়ের অভিযানের শুরুতেই ধাক্কা খেয়েছে ব্রাজিল। গতকাল নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত খর্ব শক্তির দল দক্ষিণ আফ্রিকার সাথে গোলশূন্য ড্র করেছে তারা। এমনকি শেষ আধা ঘণ্টারও বেশি সময় ১০ জনের দল পেয়েও গোলমুখ আবিষ্কার করতে পারেনি নেইমাররা। তবুও এক পয়েন্ট প্রাপ্তিতে হয়ত সান্ত¦¦না পেতে পারে তারা কিন্তু আসরের আরেক ফেভারিট আর্জেন্টিনা তো হেরেই গেলো পর্তুগালের কাছে। দুই বারের চ্যাম্পিয়নদের পর্তুগিজরা হারিয়েছে ২-০ গোলে। ২০ বছর পর অলিম্পিকে হারের স্বাদ পেলো আর্জেন্টিনা।
পূর্ণ শক্তির দল নিয়েই গরিঞ্চা স্টেডিয়ামে নেমেছিল ব্রাজিল। আক্রমণভাগে নেইমারের সাথে ছিলেন দুই আলোচিত উঠতি তারকা গ্যাব্রিয়েল বারবোসা ও ২৭ মিলিয়ন পাউন্ডে সদ্য ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো গ্যাব্যিয়েল জেসুস। ভাবা হচ্ছিল এই তিন ত্রয়ী প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াবেন। কিন্তু এর কিছুই পাওয়া গেল না। ভেজা বারুদ হয়ে থাকা তিন তারকা প্রতিপক্ষের গোলমুখই আবিষ্কার করতে পারেননি।
উল্টো দক্ষিণ আফ্রিকা-ই শুরুতে দু-দুবার আতঙ্ক ছড়ায় সেলেসাও রক্ষণে। এরপরই গুছিয়ে ওঠে ব্রাজিল। খুব কাছ থেকে দুটি সুযোগ নষ্ট করেন নেইমার। জেসুসের শট বারে লেগে প্রতিহত হয়। ৫৯তম মিনিটে প্রটিয়ারা ১০ জনের দলে পরিণত হওয়ার পরও সুযোগটা কাজে লাগাতে পারেনি নেইমারের দল।
এমন হতাশাময় ফলের কারণে মাঠেই নেইমারদের দুয়ো দিতে থাকেন দর্শকরা। তবে এই ড্র’য়েও খুব বেশি সমস্যা হওয়ার কথা না ব্রাজিলের। ইরাক ও ডেনমার্কের মধ্যকার ‘এ’ গ্রæপের অপর ম্যাচটিও হয়েছে গোলশূণ্য ড্র। ফলে গ্রæপের প্রত্যেক দলেরই পয়েন্ট সমান।
সেলেসাওদের চেয়েও বড় হতাশার জন্ম দিয়েছে দক্ষিণ আমেরিকার আরেক দল আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে গোলশূণ্য প্রথমার্ধে সমান তালেই লড়েছিল জিওভান্নি সিমিওনেরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্ট্রাইকার জোনাথন কাইয়েরির চিপ ক্রসবারে লেগে প্রতিহত হয়। ৬৬তম মিনিটে আর্জেন্টিনা দর্শকদের স্তব্ধ করে পর্তুগালকে এগিয়ে নেন পচিয়েনসিয়া। এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টাইনরা। ৭৪তম মিনিটে ক্রিশ্চিয়ান পাভনের শট অবিশ্বাস্যভাবে প্রতিহত করেন পর্তুগিজ গোলরক্ষক ভারেলা। এর দশ মিনিট পর আর্জেন্টিনার আশার বাতি একেবারেই নিভিয়ে দেয় পিতির শট। গোলটার জন্য একটু লজ্জাও পেতে পারে আর্জেন্টিনা। গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে বল জালে জড়ায়! ‘ডি’ গ্রপের অপর ম্যাচে আলজেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে হন্ডুরাস।
গেল ২০ বছরে অলিম্পিকে আর্জেন্টিনার এটাই প্রথম হার। ২০০৪ ও ২০০৮ সালের অপরাজিত চ্যাম্পিয়নরা ২০০০ ও ২০১২ সালের অলিম্পিকে অংশ নেয়নি। এর আগে ১৯৯৬ সালের অলিম্পিকে শেষবার হেরেছিল তারা। সোমবার রাতে (সাড়ে তিনটায়) আলজেরিয়ার বিপক্ষে জিততে না পারলে ‘তিন ফাইনালের’ পর আরো এক বড় হতাশার মুখোমুখি হবে আর্জেন্টাইনরা। একই দিনে ‘ডি’ গ্রæপে এর আগের ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে পর্তুগাল।
একই দিনে ফিজিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে দক্ষিন কোরিয়া। দ্বিতীয়ার্ধে ৯০ সেকেন্ডের ব্যবধানে ফিজির জালে তিনবার বল পাঠায় দক্ষিণ কোরিয়া। আরেক ম্যাচে ব্রাজিলে পা রাখার মাত্র ৬ ঘন্টা পর মাঠে নেমে জাপানকে ৫-৪ গোলে হারিয়েছে নাইজেরিয়া। আফ্রিকার দলটির হয়ে স্ট্রাইকার ওঘেনিকারো একাই করেন চার গোল। ‘বি’ গ্রæপে সুইডেন-কলম্বিয়া এবং ‘সি’ গ্রæপে মেক্সিকো-জার্মানি ম্যাচ দুটি ২-২ গোলে ড্র হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন