চট্টগ্রামে আরো ৩২ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে । গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৯৪ জনের। শনাক্তের হার ১০ শতাংশ। মারা গেছেন আরো দুই জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১ জন। রোববার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের সংক্রমণ পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ জনের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ৮২ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের সংক্রমণ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ জনের। কারো নমুনায় সংক্রমণ পাওয়া যায়নি। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ জনের নমুনা পরীক্ষা করে সবার করোনা নেগেটিভ পাওয়া গেছে। শেভরন ল্যাবে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের সংক্রমণ পাওয়া গেছে।
নতুন আক্রান্ত ৩২ জনের মধ্যে ২১ জন মহানগরীর বাসিন্দা। বাকি ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৬ হাজার ৪৩৭ জন। মারা গেছেন ২৬৩ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ ৩৯০৭ জন। বাসায় সুস্থ আরো প্রায় আট হাজার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন