বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাফুফের উপর করোনার কুনজর!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ৮:০৭ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কুনজর যেন পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উপর। এই ভাইরাসে আগেই আক্রান্ত হয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির বর্ষিয়ান সদস্য ফজলুর রহমান বাবুল। এরপর আরেক সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর আক্রান্ত হওয়ার ক’দিন বাদেই করোনার থাবা পড়ে বাফুফের তিনবারের নির্বাচিত সহ-সভাপতি ও জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের উপর। এবার করোনায় সংক্রমিত হয়েছেন বাফুফের আরেক সহ-সভাপতি, সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ মহি। ২৩ আগস্ট করোনা পরীক্ষা করানোর পর সোমবার ফল হাতে পেয়ে মহি জেনেছেন তিনি ‘পজিটিভ’।

বর্তমানে এই ফুটবল সংগঠক রাজধানীর গোপীবাগস্থ নিজ বাড়িতেই চিকিৎসাধীন আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছেন। নিজের সুস্থ্যতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সোমবার মহি বলেন,‘বড় ধরনের কোনো সমস্যা না থাকলেও থমে থেমে জ্বর আসছে। এছাড়া ঠান্ডাভাবও আছে। রোববার করোনা পরীক্ষা করালে আজ (সোমবার) ফল পেয়ে জেনেছি আমি পজিটিভ। আপাতত বাসায় আছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনও শুরু করেছি। সুস্থ্যতার জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Amir Uz Jaman ২৪ আগস্ট, ২০২০, ৮:৩২ পিএম says : 0
Very sad!
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন