বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভিএআর এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ৮:১৪ পিএম

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গত বছর তাদের দুই টুর্নামেন্টে প্রথমবার ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি প্রযুক্তি (ভিএআর) ব্যবহার করেছিল। এবার তারা তৃতীয়বারের মতো এই প্রযুক্তি ২০২০ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ব্যবহার করবে। তথ্যটি সোমবার জানিয়েছে এএফসি।

এএফসির টুর্নামেন্টে ভিএনএর প্রযুক্তি প্রথম ব্যবহার হয়েছিল গত বছর এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে। প্রতিযোগিতাটি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এরপর গত জানুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের সবগুলো ম্যাচেই ভিএআর ব্যবহৃত হয়। এবার এএফসির ক্লাবভিত্তিক কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো ভিএনএর প্রযুক্তি ব্যবহার করবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ মাস স্থগিত হয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পশ্চিম এশিয়া অঞ্চলের খেলা। তবে আগামী মাস থেকে ফের মাঠে গড়াবে এই টুর্নামেন্টের খেলা।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে কাতারে পশ্চিম এশিয়া অঞ্চলের এবং ১৬ অক্টোবর থেকে মালয়েশিয়ায় শুরু হবে পূর্ব এশিয়া অঞ্চলের খেলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন