শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

করোনা : সাতক্ষীরা মেডিকেলে তিন জনের মৃত্যু, আক্রান্ত ২১

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ৪:৫৯ পিএম

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ৪৮ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে।
আর নতুন আক্রান্ত হয়েছেন ২১ জন।
মৃত ব্যক্তিরা হলেন,তালা উপজেলার সেনেরগাতি গ্রামের দীপেন্দ্রনাথ এর ছেলে প্রশান্ত কুমার (৪৮), একই উপজেলার খলিলনগর গ্রামের শরিফ হোসেনের ছেলে ইমান আলী গাজী (৯০) ও যশোর জেলার কেশবপুর থানার পুরুলিয়া গ্রামের খায়রুল বাশার এর ছেলে হারুন অর রশিদ (৫৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মানস কুমার মন্ডল জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তারা ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে জেলায় নতুন করে আজ ২১ জন করোনা শনাক্ত হয়েছেন।
এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৮৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন।
আর করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৯৮৭ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন