শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেরপুরে নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪১৫

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ৩:৩২ পিএম

শেরপুরে নতুন করে আরও ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলার একজন করে এবং ঝিনাইগাতী উপজেলার ২ জন রয়েছেন। ২৬ আগস্ট বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪ জনের করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৪১৫ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৪২ জন। আর মৃত্যু হয়েছে ৮ জনের ।

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, বুধবার পর্যন্ত মোট আক্রান্ত ৪১৫ জনের মধ্যে; শেরপুর সদরে ২০৫, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭৫, ঝিনাইগাতীতে ৩৬ ও শ্রীবরদী উপজেলায় ৩৫ জন রয়েছেন। এ পর্যন্ত জেলার মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ৪০৯ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ৩৫৫ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ৫৪ জনের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন