শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

প্রবাসী কল্যাণ ব্যাংকের মূলধন ৪০০ কোটি টাকায় উন্নীত

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বিশেষায়িত থেকে তফসিলি ব্যাংকে রূপান্তরের অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিশোধিত মূলধন ১০০ কোটি থেকে ৪০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। গত ১ আগস্ট পরিশোধিত মূলধন উন্নীত করে গেজেট জারি করেছে সরকার। ২০১৩ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তফসিলি ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। তফসিলি ব্যাংকে রূপান্তরের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে পরিশোধিত মূলধন ১০০ কোটি থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার জন্য আবেদন করেছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে। জানা গেছে, নিরাপদ অভিবাসন নিশ্চিতে ২০১০ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন করে সরকার। আইন অনুযায়ী, প্রবাসে যাওয়া ও প্রবাস থেকে ফিরে এসে দেশে আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য অর্থায়ন করাই ব্যাংকের মূল কাজ। ২০১১ সালে ২০ এপ্রিল ব্যাংকটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বর্তমানে সারাদেশে ব্যাংকটির ৪৯টি শাখা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন