শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

হজ ক্যাম্পে হামদর্দের ফ্রি চিকিৎসা ওষুধ বিতরণ ও তথ্যসেবা কেন্দ্র

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সম্মানিত হজ যাত্রীদের মাঝে মাসব্যাপী ফ্রি চিকিৎসা ও হজ সম্পর্কীয় তথ্যসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। গত ০৪ আগস্ট ২০১৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন হজ ক্যাম্পে হামদর্দ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে হামদর্দ ফ্রি চিকিৎসা ও হজ সম্পর্কীয় তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন ল²ীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য ও বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন-এর সভাপতি অধ্যাপক ডাঃ এ. কে আজাদ খান এবং পরিচালক হজ ড. আবু সালেহ মোস্তফা কামাল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লেঃ কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অবঃ), মোতাওয়াল্লী এবং পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল ও সহকারী পরিচালক হাকীম আবু ইউছুফ আব্দুল হকসহ সম্মানিত হজ যাত্রীগণ। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন