শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধ

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

হাজারো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদভারে মুখরিত দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাস। আগামী বসন্তকালীন সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের ১৬টি অনুষদের মাঝে নিজের পছন্দের অনুষদে ভর্তি হতে প্রায় ২ হাজার-এর অধিক ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার ফলাফল আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মেধার মান যাচাই করার জন্য একজন শিক্ষার্থীর ন্যূনতম সম্মিলিত সিজিপিএ হতে হবে ৮। এর ফলে এন.এস.ইউ’তে আগত নতুন শিক্ষার্থীদের গুণগত মানের উন্নয়ন হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য একটি সন্তুষ্টির ব্যাপার হলো, নর্থ সাউথের শিক্ষার্থীদের প্রতি বিভিন্ন চাকুরিদাতাদের চাহিদা। যার কারণে নর্থ সাউথের একটি আসনের জন্য অনেক বেশিসংখ্যক চাহিদা ছিল। চাকুরি বাজারের এই মন্দাবস্থায় এন.এস.ইউ-এর শিক্ষার্থীরা চাকুরি বাজারে বেশ সফল। এমনকি সদ্য ¯œাতকদের মাঝে কেউই বেকার নন। বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল ইসলাম বলেনÑ ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের অন্যতম পছন্দের বিশ্ববিদ্যালয় হচ্ছে নর্থ সাউথ যার প্রতিফলন বিগত বছরের প্রতি সেমিস্টারেই দেখা গিয়েছে। স্বনামধন্য এই প্রতিষ্ঠানে ভর্তি হবার আশায় হাজারো শিক্ষার্থী ভিড় জমায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আমরা শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের আমাদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাই এবং উন্নত নৈতিকতা, সহনশীলতা, পেশাদারিত্ব ও সুনাগরিক তৈরিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টি বোর্ড-এর চেয়ারম্যান, এবং বিভিন্ন অনুষদের প্রধানরা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন