শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ছয়মাস পর জাতীয় মহিলা বেসবল!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ৭:০৮ পিএম

দেশের ক্রীড়াবান্ধব শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল চতুর্থ জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রামণ এড়াতে ঠিক তখনি দেশের সব খেলাধুলা স্থগিত ঘোষণা করে সরকার। এ ধারাবাহিকতায় স্থগিত হয় জাতীয় মহিলা বেসবলের খেলা। তবে সম্প্রতি সরকার স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারের খেলাধুলা আয়োজনের অনুমতি দিলে ছয়মাস পর মাঠে গড়াবে জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এই টুর্নামেন্টের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা ৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে খেলবে আটটি দল। শুক্রবার এসব তথ্য জানান বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা ও এটিএন নিউজ। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার থাকবে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন