শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিএসকে’র ১৩ জন করোনায় আক্রান্ত!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ৭:৩৪ পিএম

শর্টভার্সন ক্রিকেটের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মোট ১৩জন প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে রয়েছেন একজন পেসার ও ১২জন সাপোর্ট স্টাফ। এই খবরে খেলা মাঠে গড়ানোর সপ্তাহ তিনেক আগে বড়সড় এক ধাক্কা খেলো আইপিএল। বৃহস্পতিবার দুবাইয়ে করা করোনাভাইরাস পরীক্ষায় সিএসকে’র ১৩ জনের নমুনার ফল পজিটিভ এসেছে। ফলে পুরো চেন্নাই সুপার কিংস দলকে আরও তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে মাঠের অনুশীলন শুরু করতে পারে দলটি। সবকিছু ঠিক থাকলে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। টুর্নামেন্টে অংশ নেয়ার লক্ষ্যে ২১ আগস্ট আরব আমিরাতে গিয়েছে সিএসকে। আইপিএলের করোনা প্রটোকল অনুযায়ী আমিরাতে প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনে করোনা টেস্ট করাতে হবে সব দলকে। এ নিয়ম মেনেই প্রথম ও তৃতীয় দিনে করোনা পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু পঞ্চম দিনের পরীক্ষায় সিএসকে’র একসঙ্গে ১৩ জন সদস্যের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এর মধ্যে একজন ভারতীয় পেসার এবং বাকি ১২ জন সাপোর্ট স্টাফ ও সোশাল মিডিয়া টিমের অংশ ছিলেন। তবে আশার কথা, করোনা পজিটিভ হওয়া ১৩ জনের কেউই শারীরিকভাবে অসুস্থ নন। তবে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) স্বাস্থ্য বিশেষজ্ঞের দেয়া পরামর্শ অনুযায়ী সবকিছু করছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।

বিসিসিআইয়ের দেয়া প্রটোকল অনুযায়ী, আমিরাতে গিয়ে তিনটি পরীক্ষায় নেগেটিভ আসলেই টুর্নামেন্টের বায়ো সিকিউর বাবলে প্রবেশ করতে পারবে টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো। সেই মোতাবেক শুক্রবার থেকেই এটি করতে পারত চেন্নাই। কিন্তু আগেরদিন ফলাফলে ১৩ জনের করোনা পজিটিভ হওয়ায় এখন আরও তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। আক্রান্ত সদস্যদের থাকতে হবে ১৪ দিনের আইসোলেশনে। এরপর তারা দলের সঙ্গে যোগ দিতে পারবে, তবে অন্তত দুইটি পিসিআর টেস্টে নেগেটিভ ফল পেতে হবে তাদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন