রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সেরা বোলিংয়ে উজ্জ্বল নবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগটা দারুণ কাটছে মোহাম্মদ নবির। ব্যাটে-বলে রাখছেন দারুণ অবদান। এবার বোলিংয়ে গড়ে দিলেন ব্যবধান। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
সেন্ট লুসিয়া জুকসের হয়ে গতপরশু সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৪ ওভারে ১৫ রানে ৫ উইকেট নেন নবি। টি-টোয়েন্টিতে এটাই আফগান অলরাউন্ডারের ক্যারিয়ার সেরা বোলিং। ২০১৭ সালে দুবাইয়ে আফগানিস্তানের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ রানে ৪ উইকেট তার আগের সেরা বোলিং।
ত্রিনিদাদে সেন্ট লুসিয়ার হয়ে বোলিং শুরু করতে এসে নবি প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে নেন ক্রিস লিন ও নিক কেলির উইকেট। নিজের পরের ওভারের শেষ দুই বলে দিনেশ রামদিন ও এভিন লুইসকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান। তৃতীয় ওভারে যদিও কোনো উইকেট পাননি। ইনিংসের ১৭তম ওভারে বোলিংয়ে ফিরে সোহেল তানভিরকে ফিরিয়ে প‚র্ণ করেন পাঁচ উইকেট।
৩৫ বছর বয়সী এই অফ স্পিনারের ১৫ রানে ৫ উইকেট সিপিএলের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং। ২০১৩ সালের আসরে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে সাকিব আল হাসানের ৬ রানে ৬ উইকেট সেরা বোলিংয়ের রেকর্ড। নবির দুর্দান্ত বোলিংয়ে ১১ রানে ৪ উইকেট হারানো সেন্ট কিটস শেষ পর্যন্ত ৯ উইকেটে করতে পারে ১১০ রান। সেন্ট লুসিয়া সেটি পেরিয়ে যায় ৬ উইকেট ও ৩২ বল হাতে রেখে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন