রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করোনামুক্ত হলেন বাদল রায়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৯:০৩ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইসপ্তাহেরও বেশি সময় ঘরেই ছিলেন সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অন্যতম সহ-সভাপতি বাদল রায়। অবশেষে ১৭ দিন পর করোনামুক্ত হলেন তিনি। ২৮ আগস্ট বাদল রায় দ্বিতীয়বার করোনা পরীক্ষা করালে শনিবার তার ফলাফল নেগেটিভ আসে। তথ্যটি বাদল রায় নিজেই ইনকিলাবকে জানিয়েছেন। গত ১১ আগস্ট অসুস্থ হয়ে পড়লে বাদল রায়কে ভর্তি করা হয়েছিল রাজধানীর আসগর আলী হাসপাতালে। ওইদিন তার করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করানো হলে ফলাফল পজিটিভ আসে। তবে ডাক্তারের পরামর্শে তিনি বাসায়ই চিকিৎসা নিয়েছেন। এই সময় সামান্য গলা ব্যথা ছাড়া করোনার আর কোনো উপসর্গ ছিল না তার। বাদল রায় ছাড়া তার বাসায় কারও করোনা পজিটিভ ছিল না। গতকাল বাদল রায় বলেন, ‘আমার করোনা পজিটিভ হওয়ার পর বাসার প্রত্যেকের করোনা পরীক্ষা করিয়েছিলাম। কারও পজিটিভ আসেনি। আমি শুক্রবার দ্বিতীয়বার পরীক্ষা করি এবং শনিবার রিপোর্ট পেয়েছি নেগেটিভ। করোনা পজিটিভ হওয়ার পর যারা আমার খোঁজ-খবর নিয়েছেন এবং আমার সুস্থতা কামনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন