চট্টগ্রামে নতুন করে আরো ২৬ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ২৫ জন। আক্রান্তের সংখ্যা এখন ১৭ হাজার ছুঁইছুঁই।
রোববার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় গত চব্বিশ ঘণ্টায় চারটি ল্যাবে মোট ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬ জনের। সংক্রমণের হার ৭ দশমিক ৯৫ শতাংশ, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষা করে একজনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৮ জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ১০জনের সংক্রমণ পাওয়া গেছে। বেসরকারি শেভরন ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৭জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের করো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৯৮০ জন। গত চব্বিশ ঘণ্টায় একজনসহ মারা গেছেন,২৭০ জন। সুস্থ প্রায় সাড়ে ১২ হাজার ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন