করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের জিয়া উদ্দিনের ছেলে নেসার আহমেদ (৬৫), একই গ্রামের আবদুল্লাহ এর ছেলে জমাত আলী (৭০) ও দুধলী গ্রামের মোন্তাজ উদ্দিনের স্ত্রী ফিরোজা খাতুন (৭০)।
তত্ত্বাবধায়ক আরো জানান, জ্বর শ্বাসকষ্ট নিয়ে নেসার আহমেদ ২৩ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তিনি রোববার সন্ধ্যায় মারা যান। একই উপসর্গ নিয়ে জমাত আলী ও ফিরোজা খাতুন ২০ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তারাও রোববার মৃত্যুবরণ করেন।
এদিকে, নতুন তিনজনের মৃত্যু নিয়ে সাতক্ষীরায় এ পর্যন্ত করোনা উপসর্গে মারা গেলেন ৯০ জন। আর নিশ্চিত করোনা আক্রান্তে মারা গেছেন ২৮ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন