শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ১২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৫৮১

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৮ পিএম

রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হওয়ায় এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছায় ৪ হাজার ৫৮১ জনে। আর জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। মৃত্যু হওয়াদের মধ্যে পুলিশ সদস্য, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও চিকিৎসক রয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ হাজার ১৬১ জন।
রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পৃথক নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ হয়। ৪ হাজার ৫৮১ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৩৭১ জন, বাঘা উপজেলায় ১৩৬ জন, চারঘাট উপজেলা ১৪৯ জন, পুঠিয়া উপজেলায় ১২৩ জন, দুর্গাপুর উপজেলায় ৭২ জন, বাগমারা উপজেলায় ১০৬ জন, মোহনপুর উপজেলায় ১১৯ জন, তানোর উপজেলায় ১১৩ জন, পবা উপজেলায় ২৮৯ জন ও গোদাগাড়ী উপজেলায় ১০৩ জন রয়েছে। এরমধ্যে ৪১ জন মারা গেছে ও ৩ হাজার ১৬১ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছে। জেলার ৯টি উপজেলায় শনাক্ত হয়েছে ১২১০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মো শাহাদাত হোসেন ১ সেপ্টেম্বর, ২০২০, ২:২০ পিএম says : 0
Alhamdulillah
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন