রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের মধ্যদিয়ে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯২৭ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৬০ জন এবং সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ২০৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৬১৬ জন। একই সময় বগুড়ায় তিনজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন।
দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ২০ জন, নওগাঁর ৯ জন, জয়পুরহাটে ২১ জন, বগুড়ায় ৬৮ জন ও সিরাজগঞ্জে ৫ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি। রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৭৩৭ জন। এছাড়াও নগরীতে ৩ হাজার ৩৬০ জনসহ রাজশাহীতে ৪ হাজার ৫৮১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭০২ জন, নওগাঁয় ১ হাজার ১৫২ জন, নাটোরে ৮৫৫ জন, জয়পুরহাটে ৯৫৬ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৩৮ জন ও পাবনায় ১ হাজার ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৬০ জন। এর মধ্যে রাজশাহীতে ৪১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ৫ জন, বগুড়ায় ১৫৬ জন, সিরাজগঞ্জে ১২ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩ হাজার ২০৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ১৮১, চাঁপাইনবাবগঞ্জে ৫৪১ জন, নওগাঁয় ১ হাজার ৩৩ জন, নাটোরে ৬০৩ জন, জয়পুরহাট ২২৮ জন, বগুড়ায় ৫ হাজার ৬৪০ জন, সিরাজগঞ্জ ১ হাজার ১০৩ জন ও পাবনায় ৮৭৫ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন