শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অভিষেকেই হায়দারের রেকর্ড, পাকিস্তান পেল নতুন তারকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩২ পিএম

ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই ব্যাটিং দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন পাকিস্তানের নতুন তারকা ক্রিকেটার হায়দার আলী। ম্যাচটিতে ৫২ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন মোহাম্মদ হাফিজ। তবে ৩৯ বছর বয়সী ‘প্রফেসর’ ম্যাচ শেষে প্রশংসায় ভাসালেন তার থেকে বয়সে ২০ বছরের ছোট হায়দার আলীকে। প্রশংসা না করে অবশ্য উপায় ছিল না। অভিষেকেই যে আলো ছড়ালেন তিনি।

১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান তিনে নেমে খেলেছেন ৫৪ রানের দারুণ এক ইনিংস। জাতীয় দলে ঢোকার আগেই ‘নতুন বাবর আজম’ তকমা জুটিয়ে ফেলা ডানহাতি ৫৪ করতে খেলেছেন ৩৩ বল, মেরেছেন ৫টি চার ও ২টি ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে এই প্রথম কোনো পাকিস্তানি ব্যাটসম্যান ফিফটি পেলেন।

ম্যাচ শেষে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জেতা হাফিজ সব প্রশংসা বরাদ্দ রাখলেন হায়দারের জন্যই, ‘চাপের মুখে ভালো খেলেছে সে, নিজেকে মেলে ধরেছে। আমি শুধু তাকে সমর্থন দিয়ে গেছি। তাকে বারবার বলেছি ‘‘তুমি দারুণ খেলছ, এভাবেই চালিয়ে যাও।’’ পাকিস্তানের ক্রিকেট কাঠামো থেকে তরুণ এক খেলোয়াড়ের উঠে আসা ও ভালো করতে দেখাটা দারুণ ব্যাপার।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Anwarul Azam ৩ সেপ্টেম্বর, ২০২০, ৮:২২ পিএম says : 0
বহুদিন পর ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে উওেজনায় ভরপুর একটি ক্রিকেট ম্যাচ দেখা হল।
Total Reply(0)
nuralam ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম says : 0
ভবিষ্যতে কি করে দেখার অপেক্ষায় থাকলাম
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন