শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে সুস্থ আরো ১৩৭ আক্রান্ত ২০৭ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ৯:১০ এএম

চট্টগ্রামে নতুন করে আরো ১০৭ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। মারা গেছেন আরো একজন। সুস্থ হয়েছেন ১৩৭ জন। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১৮৮ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ১০৭ জনের। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৭৭ জন, বাকি ৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে মোট নমুনা পরীক্ষা করা হয় ১১২ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩২ জনের। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের সংক্রমণ পাওয়া গেছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২৭ জনের।
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা হয়েছে ১৬৭ জনের, সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩ জনের। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে একজনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭২ জনের নমুনা পরীক্ষা করে১০ জনের এবং শেভরন ল্যাবে ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা এখন পর্যন্ত ১৭ হাজার ২৯৯জন। মারা গেছেন ২৭৩ জন। সুস্থ ১২ হাজার ৯৫০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন