শিক্ষাঙ্গনে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে গতকাল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তিভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হলো। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বারিধারা ক্যাম্পাস মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি বিকাল ৩টায় “জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শিক্ষার ভ‚মিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোনো শিক্ষাঙ্গনে যাতে শিক্ষার পরিবেশ বিনষ্টকারী কোনো কর্মকাÐ সংগঠিত না হয় এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য আলোচনায় গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানীয় ডিন প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. এম কায়কোবাদ। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ইউআইটিএস-এর প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ্ব সুফী মোহাম্মদ মিজানুর রহমান। স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন ড. মো. মিজানুর রহমানের সঞ্চালনায় ইউআইটিএস-এর ক্যাম্পাসে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং পিএইচপি ফ্যামিলির মানব সম্পদ ও প্রশাসনের নির্বাহী পরিচালক আহমদ সিপারউদ্দীন। স্বাগত ভাষণ দেন ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস. আর. হিলালী। ইউআইটিএস-এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, স্কুল অব লিবারাল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্স-এর ডিন ড. আরিফাতুল কিবরিয়া, পরিচালক রিসার্চ সেন্টার অধ্যাপক মুহাম্মদ ফরিদ উদ্দিন খান, সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ। Ñপ্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন