একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ এনে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস মামলাটি খারিজ করে দেন। এর আগে গতকাল সকালে একই আদালতে মামলার আবেদন দেন ‘জননেত্রী পরিষদ’র সভাপতি এবি সিদ্দিকী। তিনি মামলাটি গ্রহণের জন্য আবেদন এবং নিজে হাজির হয়ে জবানবন্দী দেন। আদালত শুনানি শেষে বিকেলে তা খারিজ করে দেন। তবে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এ আদেশের বিরুদ্ধে এবি সিদ্দিকী আপিল করবেন বলে জানান। আবেদনে তিনি উল্লেখ করেন, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনা ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আর তার পরিকল্পনাকারী ইন্ধনদাতা খালেদা জিয়া। আসামি মুফতি হান্নানের জবানবন্দিতে তা প্রকাশ পেয়েছে। সুতরাং ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়ার সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট। ইতিহাসের বর্বরোচিত এ ঘটনার জন্য খালেদা জিয়ার বিচার হওয়া প্রয়োজন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন