চট্টগ্রামে আরো ৬৩ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে । তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৫৪ জন এবং জেলার ৯ জন। গত চব্বিশ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই। শুক্রবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয় গত চব্বিশ ঘণ্টায় ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে মোট ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের সংক্রমণ পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪৭ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৯ জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের সংক্রমণ পাওয়া যায়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১ জনের নমুনা পরীক্ষা করে একজনের সংক্রমণ শনাক্ত হয়েছে। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের এবং শেভরন ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৭জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
নতুন ৬৫ জনসহ চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১৭ হাজার ৩৬১ জন। মারা গেছেন ২৭৩ জন । সুস্থ প্রায় ১৩ হাজার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন