শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

রিও অলিম্পিক কর্নার

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

প্রথম রাউন্ডেই বিদায় ভেনাস, সানিয়া

সেরা সময়ে না থাকলেও উইম্বলডনের সেমিফাইনালে উঠে অলিম্পিকে ‘কিছু একটা’ করার আভাস দিয়েছিলেন ভেনাস উইলিয়ামস। তবে শারিরীক বাধাও ছিল কিছুটা। খেলা চলাকলিন সময়েও দৃশ্যত হলো সেই অসুস্থতা। এরপরও প্রথম রাউন্ড জিতেছিলেন ৪-৬ গেমে। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি উইলিয়ামস বড় বোন। বিশ্বের ৬ নম্বর বাছাই শেষ পর্যন্ত ৬২ নম্বর বাছাই কারস্টেন ফ্লিফকেন্সের কাছে হেরে গেলেন ৬-৪, ৬-৩, ৭-৫, (৭-৫) গেমে। সিডনি অলি¤িপকে সোনা জয়ের ১৬ বছর পর আরেকটি সোনা জেতার স্বপ্ন পুরণ হল না ভেনাসের। তবে ডাবলসে আশা এখনো টিকে আছে ভেনাসের। ছোট বোন সেরোনা উইলিয়ামসনের সাথে এক হয়ে লড়বেন এই পর্বে।
সোনার স্বপ্ন নিয়ে ব্রাজিলে পা রাখা ভারতের টেনিস কন্যা সানিয়া মির্জাও বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই। এই মুহূর্তে মেয়েদের দ্বৈতে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সানিয়া। অলিম্পিকে তাঁর সঙ্গী ছিলেন প্রার্থনা থোমবারে। কিন্তু চীনের শুয়াং ঝেং ও শুয়াং পেংয়ের কাছে তারা হেরে গেছেন ৭-৬ (৮-৬), ৫-৭, ৭-৫ গেমে। তবে রোহান বোবান্নার সঙ্গে মিশ্র দ্বৈতে পদকজয়ের স্বপ্ন টিকে আছে সানিয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন