সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দুই কোটি টাকার পলিথিন জব্দ

চকবাজারে অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের দেবী দাস ঘাট লেন ও হাজী বিল্লু রোডে অবস্থিত অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেশিনপত্র ও পলিথিন উৎপাদনের কাঁচামালসহ প্রায় দুই কোটি টাকার মালামাল জব্দ এবং ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গ্রেফতারকৃতদের বিনাশ্রমে এক বছরের কারাদন্ড প্রদান করেন। গতকালের এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অবৈধ পলিথিন বিক্রয় এবং বাজারজাত করণের সঙ্গে জড়িত বাচ্চু (৩০), শহিদুল ইসলাম (২৬), রফিকুল ইসলাম (২৫), মিজানুর রহমান (৩০), মো. আলাউদ্দিন (২৯), উজ্জল (৩০), আলামিন (২৩), রাসেল (২৬), রিপন (৪৫) ও মো. শহিদকে (৫০) গ্রেফতার করা হয়েছে।

এই অভিযানে প্রায় এক লাখ ২৭ হাজার কেজি (৮ ট্রাক) নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকার ওপরে। এছাড়াও ৫টি পলিথিন কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে এবং কারখানার মালিকদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন