এবার শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স স্বপ্নের মতো এক টুর্নামেন্ট খেললো । পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচ তো হারেইনি তারা, উল্টো জিতেছে চারটি দলের দ্বিগুণ ম্যাচ। আর সেই সুবাদেই পেয়েছে টুর্নামেন্টের অপরাজিত
চ্যাম্পিয়নের তকমা। পুরো আসরে নিজেদের ১২টি ম্যাচের সবকয়টি জিতে চতুর্থবারের মতো সিপিএল শিরোপা জিতেছে নাইট রাইডার্স।
চলতি আসর শুরুর আগেই তিন শিরোপা নিয়ে সিপিএলের ইতিহাসের সফলতম দল ছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। এবার সেটিকে বাড়িয়ে তারা জিতল চতুর্থ শিরোপা। পুরো আসরের মতো ফাইনাল ম্যাচেও তাদের কাছে পাত্তা পায়নি প্রতিপক্ষ সেইন্ট লুসিয়া জুকস।
ফাইনালের ম্যাচসেরা সিমনস খেলেন ৮৪ রানের ইনিংস। ৪৯ বলের এই ইনিংসটি তিনি সাজান ৮ চার ও ৪ ছয়ের মারে। চার নম্বরে নেমে দলকে নির্ভরতা দেয়া ড্যারেন ব্রাভো ৪৭ বলে ২ চার ও ৬ ছক্কার মারে ৫৮ রান করে অপরাজিত থাকেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন