টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার এক কাউন্সিলর, এক চিকিৎসক ও এক শিক্ষক নেতাসহ গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় মোট ৪শ ৫১ জন করোনা সংক্রমিত হলেন।
শুক্রবার সকালে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। নতুন শনাক্তকৃত ব্যক্তিরা হলেন মির্জাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আলী আজম সিদ্দিকী (৪৩), মির্জাপুর বাজারের চিকিৎসক ডা. নোমান (৪৬), উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বাঁশতৈল এম মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন (৫০) ও তাঁর স্ত্রী মমতাজ বেগম (৪৫), উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের মাজহারুল ইসলাম (৩৭), জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের ফিরোজ আলম (৫০), বানাইল ইউনিয়নেরস ভররা গ্রামের নওজেশ মিয়া (৫৮), পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের রফিকুল ইসলাম (৪৬)।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানিয়েছেন, এ পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪শ ৫১ জন। এরমধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ্য হয়েছেন ৩৮৫ জন এবং বাকি ৬০ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন