শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

পারলেন না বাকি!

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পারলেন না বাকি, রিও অলিম্পিকের শুটিং ডিসিপ্লিনে স্মরণীয় কিছু করে দেখাতে পারলেন না। নিজ প্রিয় ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্ব টপকানো হলো না বাংলাদেশের কৃতী শুটার আব্দুল্লাহহেল বাকির। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় রিও অলিম্পিক শুটিং সেন্টার রেঞ্জে শুরু হয় ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের বাছাই পর্ব। এই পর্বে ৫০ জন শুটারের মধ্যে আব্দুল্লাহহেল বাকি ৬২১.২ পয়েন্ট স্কোর করে ২৫তম হন। ৬৩০.২ পয়েন্ট স্কোর করে অলিম্পিক রেকর্ড গড়ে প্রথম হয়ে বাছাই পর্ব টপকে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ফাইনাল রাউন্ডেও সবার উপরে থাকেন ইতালির নিকোলো ক্যাম্প্রিয়ানি। তিনি এই ইভেন্টের ফাইনালে ২০৬.১ পয়েন্ট স্কোর করে জিতে নেন অলিম্পিক স্বর্ণ। ইউক্রেনের সারি কুলিস ২০৪.৬ পয়েন্ট স্কোরে রৌপ্য এবং রাশিয়ার ভøাদিমির মাসলেনিকভ ১৮৪.২ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জপদক জেতেন। ভারতের অভিনব বিন্দ্রা ১৬৩.৮ পয়েন্ট স্কোরে হন চতুর্থ।
এর আগে বাছাই পর্বে রাশিয়ার ভøাদিমির মাসলেনিকভ ৬২৯ স্কোরে দ্বিতীয়, ক্রোয়েশিয়ার পিটার গরসা ৬২৮ স্কোরে তৃতীয়, ইউক্রেনের সারি কুলিস ৬২৭ স্কোরে চতুর্থ, একই দেশের ওলে সারকভ ৬২৬.২ স্কোরে পঞ্চম, হাঙ্গেরির পিটার সিদি ৬২৫.৯ স্কোরে ষষ্ঠ, ভারতের অভিনব বিন্দ্রা ৬২৫.৭ স্কোরে সপ্তম ও বেলারুশের ইলিয়া চারেকা ৬২৫.৫ স্কোরে অষ্টম স্থান পেয়ে ফাইনাল রাউন্ডে ওঠেন। অলিম্পিকের বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে অন্যতম আকর্ষণীয় শুটিং। তাই তো কেবলমাত্র শুটিং ডিসিপ্লিনের ১৫টি ইভেন্টে ৯৭ দেশের ৩৯০ জন শুটার অংশ নিচ্ছেন। যার মধ্যে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে লড়েছেন বিভিন্ন দেশের ৫০ জন শুটার। এর আগে অলিম্পিকে সব সময়ই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বাংলাদেশের শুটাররা অংশ নিয়েছেন। এবারও তাই। তবে গøাসগো কমনওয়েলথ গেমসে রুপাজয়ী আবদুল্লাহেল বাকির কাছে প্রত্যাশা ছিল অনেক। বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের কর্মকর্তা থেকে শুরু করে বাকির সব সতীর্থরা রিওতে তার ভালো করার প্রত্যাশায় ছিলেন। কিন্তু গøাসগো কমনওয়েলথ গেমসে ৬২০ স্কোর করে রুপা জিতলেও রিও অলিম্পিক গেমসে ১.২ স্কোর বেশি করেও কিছু করতে পারলেন না বাকি। এটাই অলিম্পিক গেমস। যেখানে পারফরম্যান্স থাকতে হয় সর্বোচ্চ। তবে কেবল বাকিই নন। বাদ পড়েছেন ভারতের অন্যতম সেরা শুটার গগন নারাংও। ৬২১.৭ স্কোর করে বাছাই পর্বে তিনি ২৩তম স্থান পান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন