রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে আক্রান্ত ১৮ হাজার ছুঁইছুঁই

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৯:০৭ এএম

চট্টগ্রামে আরো ৭৫ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে । এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৭ হাজার ৯২৫।
গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩৪৯ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৫ জনের। সংক্রমণের হার ৫.৫৫ শতাংশ। সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের সংক্রমণ পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ৪৮২ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ জনের । চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ৩৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ পাওয়া গেছে ৩১ জনের। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা হয়েছে ১৩২ জনের। সংক্রমণ পাওয়া গেছে ১০ জনের। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ১৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের সংক্রমণ পাওয়া যায়। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের এবং শেভরন ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের সংক্রমণ পাওয়া গেছে।
মারা গেছেন আরো একজন। মোট মৃত্যুর সংখ্যা ২৮০। সুস্থ হয়েছেন ১৪ হাজার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন