শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভান্ডারিয়ার পৈকখালী বাজারে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভান্ডারিয়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৪:২৮ পিএম

গতকাল ১৪ তারিখ সোমবার আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের সময় পৈকখালী বাজারের মেজবাহ চোপদারের কাপড়ের দোকান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়।

বাজারের নৈশ প্রহরী আগুনের লেলিহান শিখা দেখে ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে ,ভান্ডারিয়া ফার্য়ার সার্ভিসকে খবর দিলে তাদের এমার্জেন্সি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পুরো দোকানের কাপড় সহ আসবাবপত্র, সেলাই মেশিন ও লক মেশিন পুড়ে ভস্ম হয়ে যায় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় ।
গৌরিপুর ইউনিয়নের পৈকখালী বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে মেজবাহ চোপদারের পুড়ে যাওয়া দোকান উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম
পরিদর্শন করেন ও শোকাহত মালিক মেজবাহ চোপদারকে সমবেদনা জানান এবং নগদ ১,০০,০০০/= (এক লক্ষ) টাকার অনুদান তুলে দেন এবং পরবর্তীতে পূর্নবাসনের জন্য অনুদানের আশ্বাস প্রদান করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন