নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল লিমিটেডের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার সময় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- গোলাপ (২৯), ফজল মিয়া (৬০), শফিউদ্দিন (৫৯), মোজাম্মেল (৫০) ও নাজমুল (২৫)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার পদ্মা অয়েল ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজন আমাদের এখানে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনো নির্ধারণ করা হয়নি। চিকিৎসকরা তাদের দেখছেন, বিস্তারিত পরে জানানো হবে।
দগ্ধদের নিয়ে আসা সহকর্মী শাওন ঢাকা পোস্টকে বলেন, আজ সকালে ঘটনাস্থলে তেলের লরিতে তেল লোড করার সময় হঠাৎ আগুন লেগে যায়। আগুন নেভাতে গিয়ে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আমরা ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন