বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রস্তাব প্রত্যাখ্যান : ইরানের বিরুদ্ধে অবরোধ আগের মতোই স্থগিত থাকবে: ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৩ এএম

যুক্তরাষ্ট্রের অব্যহত হুশিয়ারি ও কঠোর মনোভাবের পর ইরানের বিরুদ্ধে তাদের আশা আর পূর্ণ হলো না। কারণে অধিকাংশ রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছে। 

এদিকে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ আগের মতোই বহাল থাকবে।

বোরেল রোববার প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে এই সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে কথা বলারই অধিকার ওয়াশিংটনের নেই। কাজেই এই সমঝোতার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহালের যে ম্যাকানিজম আছে তাও ব্যবহার করার অধিকার রাখে না ওয়াশিংটন।

বোরেল তার বিবৃতিতে আরো বলেন, সব পক্ষের উচিত ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করে এটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা।

ই্‌ইউর পাশাপাশি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়া।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশের বিরোধিতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শনিবার দাবি করেন, অস্ত্র নিষেধাজ্ঞাসহ ইরানের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে। কিন্তু তার এ বক্তব্যের বিরোধিতা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশ।
পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Khairul ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৪ পিএম says : 0
Alhamdulillah
Total Reply(0)
Moshibur Rahman ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৫ পিএম says : 0
আমেরিকা থেকে জাতিসংঘ জার্মানী অথবা রাশিয়া স্থানান্তর করা হোক। কোন ক্রমেই আমেরিকা থাকতে পারবে না।
Total Reply(0)
তানিয়া ২১ সেপ্টেম্বর, ২০২০, ৩:০৫ পিএম says : 0
খুবই ভালো কাজ করেছে ইউরোপীয় ইউনিয়ন
Total Reply(0)
শফিকুল ইসলাম ২১ সেপ্টেম্বর, ২০২০, ৩:০৬ পিএম says : 0
আমেরিকার আধিপত্যের দিন শেষ হয়ে আসছে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন