শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কাজ শেষে বাসায় ফেরা হলো না রাদিয়ার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

 

স্টারাজধানীতে কাভার্ডভ্যাণের ধাক্কায় ঢাকা আর্ট কলেজের শিক্ষার্থী রাদিয়া নীতি নিহত হয়েছেন। গত সোমবার রাতে ভাটারা আমেরিকান গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাদিয়া নীতির বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা গ্রামে। পরিবারের সঙ্গে তিনি ভাটারা নতুন বাজার প্রিন্সিপাল রোডে থাকতেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

নিহতের ছোট বোন সাদিয়া রেজা তন্নি জানান, রাদিয়া রায়ের বাজার ঢাকা আর্ট কলেজে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গায় আর্টের অর্ডার নিতেন। চলতি মাসেই পল্টনের একটি রুম ডেকোরেটিংয়ের কাজ করছিলেন তিনি। গত সোমবার সকালে ছোট ভাই রিফাতকে নিয়ে বাসা থেকে বের হন। পরে রিফাতকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিয়ে পল্টনের কাজে যান। সন্ধ্যায় কাজ শেষ করে বাসে করে বাসায় ফিরছিলেন রাদিয়া। নতুনবাজার আমেরিকান গ্যারেজের সামনে বাস থেকে নেমে রাস্তা পার হবার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয় তাকে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রাদিয়ার সিনিয়র সহপাঠি সাঈদা মাশরুক বলেন, রাদিয়া আমার এক বছরের জুনিয়র ছিল। কিন্তু কলেজে আমরা বন্ধুর মতো চলাফেরা করতাম। সে আর্টে খুব ভালো ছিল। কিছুদিন আগে আমরা মগবাজারে চারুপাঠ আর্ট একাডেমিতে কাজ শুরু করি। পাশাপাশি রাদিয়া বিভিন্ন বাসায় কাজের অর্ডারও নিত। রাদিয়ার বাবা রেজাউল করিম বলেন, আমার স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো ছিল। সে খুব ভালো ছবি আঁকতো। অল্প সময়েই ভালো আঁকতো বলে বিভিন্ন জায়গা থেকে অর্ডারও পেত।
ভাটারা থানার ওসি মো. মুক্তারুজ্জামান জানান, দুর্ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। গতকাল লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন