শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

দায়িত্ব নিয়ে পর্যাপ্ত ম্যাচের দাবি আতাহারের

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : নারী ক্রিকেট দলের জন্য স্বতন্ত্র কোনো নির্বাচক ছিল না এতদিন। ২০০৭ সালে  আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার শুরু থেকে এতদিন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকরাই নারী ক্রিকেট দল নির্বাচন করতেন। এই প্রথম বাংলাদেশ নারী দল পেলো নির্বাচক। জাতীয় দলের সাবেক ক্রিকেটার, সাবেক নির্বাচক এবং ধারাভাষ্যকার আতাহার আলীকে নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব দিয়েছে বিসিবি। আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশ নারী ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আতাহারÑ‘নারী ক্রিকেট দল থেকে আশানুরূপ পারফরমেন্স পাইনি। নারী ক্রিকেট দলের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চাই। নিঃসন্দেহে এটি আমার জন্য নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার উপর আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে।’
ঘরোয়া রুটিন আসর এবং ওয়ানডে ও টি-২০ মর্যাদা টিকিয়ে রাখতে দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে সীমাবদ্ধ বাংলাদেশ নারী দলের কার্যক্রম। এই সীমাবদ্ধতা ছাড়িয়ে নারী দলের পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দাবি করেছেন আতাহারÑ‘শুধু ঘরোয়া ক্রিকেট নয়,  বিদেশি দল এনে খেলার সুযোগ করে দেয়া উচিত। বিসিবির কাছে আমার এসব ব্যাপারে প্রস্তাবনা থাকবে। মাঠে মেয়েদের অংশগ্রহণ আগের চেয়ে বাড়বে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন