বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : শেষ দিনে এসে দাঁড়াতেই পারল না জিম্বাবুয়ে। নিউজিল্যান্ড বোলারদের বোলিং তোপে হাতে থাকা ৭ উইকেট তারা হারালো মাত্র ৩৫ রানের ব্যবধানে। ১৩০ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ১৩২ রানে দাঁড়িয়েই শেষ ৩ উইকেটের পতন দেখল বুলাওয়ে। কিউইদের ২৫৪ রানের বিশাল জয় জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানের হোয়াইট ওয়াশও নিশ্চিত করলো।
অথচ সকালটা ভালোই শুরু করেছিল স্বাগতিকরা। সফরকারী বোলারদের প্রথম সফলতা পেতে অপেক্ষা করতে হয় টানা ২২ ওভার। ডোনাল্ড ত্রিপানোকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সূচনা করেন সাতনার। আর মিচেল চিনোয়াকে ফিরিয়ে ম্যাচের সমাপ্তি রেখা টেনে দেন ইশ সোদি। ক্রেমার বাহিনীর স্কোর তখন ৬৮.৪ ওভারে ১৩২। শেষ ২ রান যোগ করতে তারা হারায়  ৫ উইকেট। মার্টিন গাপটিলও এদিন বোলার বনে গিয়ে তুলে নেন তিন উইকেট, সমানসংখ্যক উইকেট নেন ইশ সোদিও। উইলিয়ামসন ম্যাচসেরা ও নেইল ওয়েগনার সিরিজ সেরা নির্বাচিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন