মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

একসাথে ৫ সাগরে চীনের মহড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

একসাথে বিভিন্ন দিকে পাঁচটি সামরিক মহড়া শুরু করেছে চীন। সোমবার থেকে এ মহড়া শুরু হয়। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দু’মাসে এই নিয়ে পরপর দু’বার বড় আকারের মহড়া করল বেইজিং। এর মধ্যে দুটি মহড়া চলছে দক্ষিণ চীন সাগরের কাছে প্যারাসেল আইল্যান্ডে। একটি চলছে ইস্ট চায়না সিতে। এছাড়া বোহাই সাগরে চলছে আরও একটি মহড়া। ইয়েলো সি-র দক্ষিণ অংশে আরও একটি মহড়া চলছে বলে জানা গেছে। যেখানে মহড়া চলছে সেসব এলাকায় কোনও ধরনের জাহাজ ঢুকতে নিষেধ করা হয়েছে। চীনের জন্য সামরিক মহড়া কোনও নতুন ঘটনা নয়। তবে একইসাথে এভাবে এতগুলো মহড়া আগে চালাতে দেখা যায়নি। গত মাসে এরকমই একটি মহড়া চালায় বেইজিং। সেসময় বোহাই সাগর, ওয়েলো সি, ইস্ট চায়না সি ও সাউথ চায়না সিতে মহড়া চালানো হয়। অর্থাৎ একসাথে ৪ টি মহড়া চালানো হয়েছিল। স¤প্রতি পরপর তিনদিন তাইওয়ানের আকাশসীমায় ঢোকার চেষ্টা করেছে চীন। তাই এবার তাইওয়ানেও উত্তেজনা দেখা দিয়েছে। চীনের এমন কাজকে চরম উস্কানিম‚লক কাজ বলে উল্লেখ করেছে দেশটির প্রশাসন। গত সপ্তাহে পরপর তিনদিন তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। এর জের ধরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সেখানে। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের ভ‚খÐ বলে দাবি করে থাকে চীন। স¤প্রতি উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা তাইওয়ান পরিদর্শনে গিয়েছিলেন। তার আগে একের পর এক যুদ্ধবিমান পাঠিয়ে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেছে চীন। তাইওয়ানের মেনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের ডেপুটি মিনিস্টার চিউ চুই চেং বলেন, তাইওয়ানের বিরুদ্ধে এভাবে সামরিক শক্তি প্রয়োগ করার বিষয়টাকে মোটেও ভালোভাবে দেখছেন না তারা। এভাবে তাইওয়ানের নৌসীমা ও আকাশ সীমা লঙ্ঘন করা মোটেও উচিত হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। তিনি জানিয়েছেন, গত তিনদিনে চীন তাইওয়ানের আকাশসীমায় দুটি যুদ্ধবিমান পাঠিয়েছে। গত সপ্তাহে চীন ফাইটার জেট ও বম্বার-সহ মোট ৩৭টি বিমান পাঠিয়েছে। এগুলো তাইওয়ানের বিভিন্ন জায়গায় উড়ে গেছে। চীন তাইওয়ানকে নিজেদের এলাকা হিসেবে দাবি করলেও তাইওয়ান নিজেদের স্বাধীন বলে দাবি করে। গত সপ্তাহে ওই আইল্যান্ডের কাছে একাধিক সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমায় এসইউ-৩০ এবং ওয়াই-৮ ফাইটার জেটসহ বেশ কিছু যুদ্ধবিমান প্রবেশ করেছে। আল-জাজিরা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন