শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার আমিরাতের সামরিক মহড়া ইসরাইলের সঙ্গে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

গ্রিসে চলা সামরিক মহড়ায় এবার ইসরাইলের সঙ্গে যোগ দিয়েছে আরব আমিরাত। গত বছরের আগস্টে কথিত শান্তিচুক্তি সইয়ের মাধ্যমে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার পর প্রথমবারের মতো প্রকাশ্যে ইহুদিবাদী দেশটির সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে আমিরাত। গ্রিসে গত রোববার থেকে শুরু হওয়া এ মহড়া শেষ হয়েছে গতকাল শুক্রবার।এ মহড়ায় স্বাগতিক দেশ গ্রিস ছাড়াও অংশ নিয়েছে সাইপ্রাস, ফ্রান্স, আমেরিকা, স্পেন ও কানাডা। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, মহড়ায় যুদ্ধবিমানের ডগফাইট, ব্যাপকভিত্তিক বিমান হামলা ও ভ‚মি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার মুখে পালিয়ে যাওয়ার অনুশীলন চালায় দু পক্ষের সেনারা।

এর আগে ২০১৬ ও ২০১৭ সালের মহড়ায় ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি থেকে বিমান মহড়া চালিয়েছে কিন্তু এবার দুই পক্ষের মধ্যে প্রকাশ্য সামরিক সহযোগিতার আওতায় এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তাসনিম নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Burhan uddin khan ২৪ এপ্রিল, ২০২১, ১:৪০ এএম says : 0
Good training
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন