হাটহাজারী উলামা পরিষদ আয়োজিত আগামী শুক্রবার ( ২ অক্টোবর) বিকাল ৩ টায় হাটহাজারী ডাকবাংলো সংলগ্ন ময়দানে সাবেক হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির ও দক্কিন এশিয়ার একমাত্র ত্বীনি শিক্কার বিদ্যাপিঠ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহা পরিচালক আল্লামা শাহ আহম্মদ শফির জীবনী, কর্ম শীর্ষক ও অবদান এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বড় বড় হক্কানি আলেম উলামা মাশায়েকগন উপস্তিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজন কমিটির আহ্বায়ক ও সাবেক হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনির। অনুষ্টানের যথা সময়ে উপস্হিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজন কমিটির সদস্য সচীব মাওলানা মোঃ জাহাঙীর আলম সেহেদী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন