বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শিরিন-সোনিয়ার শুরু আজ

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোটর্স রিপোর্টার : রিও অলিম্পিকে আজ নিজেদের ইভেন্ট শুরু করছেন বাংলাদেশের দ্রæততম মানবী শিরিন আক্তার ও কৃতি সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা। মাদার ডিসিপ্লিন অব গেমস খ্যাত অ্যাথলেটিকসের হিটে দৌড়াবেন শিরিন আক্তার। অন্যদিকে সুইমিং পুলে ঢেউ তুলবেন সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা। রিও’র অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটা ৫৫ মিনিটে ১০০ মিটার স্প্রিন্টের এক নম্বর হিটে অংশ নেবেন শিরিন। আর অলিম্পিক অ্যাকোয়াটিক সেন্টারে বাংলাদেশ সময় রাত ১০টা আট মিনিটে মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে সাঁতরাবেন সোনিয়া আক্তার টুম্পা। মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের যোগ্যতা প্রমাণের অপেক্ষায় বাংলাদেশের দ্রæততম মানবী শিরিন। লাল সবুজের এই নারী অ্যথলেটের ক্যারিয়ার সেরা টাইমিং ১১.৯৯ সেকেন্ড। তবে এই টাইমিং থেকে কিছুটা উন্নতি করতে পারলেই খুশী তিনি। একই দিন মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল হিটে পুলে নামতে যাওয়া টুম্পার ক্যারিয়ার সেরা টাইমিং হলো ৩০.৮৫ সেকেন্ড। লন্ডন অলিম্পিকে মহিলাদের এই ইভেন্টে সর্ব নি¤œ টাইমিং ছিল ২৪.৬৯ সেকেন্ড। তাই অলিম্পিকে প্রথম পর্ব পেরুনটাই কঠিন লাল-সবুজের এই সাঁতারুর জন্য। অন্যদিকে আজই দ্বিতীয় রাউন্ডে খেলতে গলফ কোর্সে নামবেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় এই রাউন্ডটি শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন