শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিশেষ দূত সউদী পাঠিয়ে শ্রমিক সমস্যার সমাধান চাই : জিএম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১০:১৮ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ দ‚ত সউদী আরবে পাঠিয়ে সউদী প্রবাসীদের ভিসা সমস্যার সমাধান করতে হবে। ইতোমধ্যেই অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু সউদী গমনেচ্ছুরা এখনো টিকেট পায়নি। দুর্ভাগ্যজনক ভাবে সউদী প্রবাসীদের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে সরকারকে বিবেচনা করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর টেপা কমপ্লেক্সে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে সাহিত্যক মোহাম্মদ আতাউর রহমান রেশনের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
স্মরণসভায় আলোচনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ন‚রুল আজহার, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, শেখ আলমগীর হোসেন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ২০ দলীয় জোট নেতা ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, গনদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, জাপার সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন