ফ্রান্স ও ইতালির সীমান্ত অঞ্চলে একটি ঝড় আঘাত হানার পর রেকর্ড বৃষ্টিপাতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে, এসব দুর্যোগে দুই জনের মৃত্যু ও নয় জন নিখোঁজ হয়েছেন। বন্যায় অনেক রাস্তা ভেঙে গেছে আর বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার ওই অঞ্চলের কর্তৃপক্ষগুলো জানিয়েছে। অ্যালেক্স নামের ঝড়টির তাÐবে ফ্রেঞ্চ রিভিয়েরা অঞ্চলের নিস শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিসের মেয়র খ্রিশ্চ এস্থুজি হেলিকপ্টারযোগে সবচেয়ে দুর্গত এলাকাগুলো পরিদর্শন করে এসে জানিয়েছেন, ওই এলাকাগুলোতে ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ফরাসি নিউজ চ্যানেল বিএফএমকে তিনি বলেছেন, “রাস্তাগুলো ও প্রায় ১০০ বাড়ি হয় ভেসে গেছে নয়তো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।” দুর্গত এলাকাগুলো পরিদর্শন করে যাওয়ার পর এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ ক্যাসতেক্স বলেছেন, “আজ আমি যা দেখেছি তাতে অত্যন্ত মর্মাহত হয়েছি।” মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্সে অন্তত আট জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে দুই জন দমকল কর্মীও রয়েছেন। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন