হাইকোর্ট বিভাগের বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদারকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য নিয়োগ করা হয়েছে। প্রেসিডেন্ট আবদুল হামিদ তাকে এ পদে নিয়োগ দেন। এ বিষয়ে গতকাল রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে বলা হয়,জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(২)(খ) এবং ৩ (৩) মোতাবেক প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে ৫ বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। উল্লেখ্য,জুডিশিয়াল সার্ভিস কমিশনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন