স্পোটর্স রিপোর্টার : রিও অলিম্পিকে যাওয়ার আগে বাংলাদেশের দ্রæততম মানবী শিরিন আক্তার বলেছিলেন, ‘ইনশাআল্লাহ নিজের সেরা টাইমিং করার চেষ্টা করবো।’ কিন্তু না পূরণ হলো না শিরিনের সেই প্রত্যাশা। তিনি নিজে ক্যারিয়ারের সেরা টাইমিংয়ের চেয়েও .৯২ বেশী সময় নিয়ে দৌড় শেষ করেন। রিও ট্র্যাক অ্যান্ড ফিল্ডের শুরুর দিন গতকালই প্রিলিমিনারী পর্বের এক নম্বর হিটে বাকি সাতজনের সঙ্গেই ট্র্যাকে নামেন তিনি। দুই নম্বর লেনে দৌড়ানো শিরিন ফিনিশি লাইন যখন ছুঁলেন, তখন তার নামের পাশে সময় দেখা গেলো ১২.৯১ সেকেন্ড। যা তার ক্যারিয়ার সেরা টাইমিংয়ের চেয়েও .৯২ সেকেন্ড সময় বেশি। শিরিনের ক্যারিয়ার সেরা টাইমিং ছিল ১১.৯৯ সেকেন্ড। এই হিটে সিয়েরা লিওনের হাফসাতু কামারা ১২.২৪ সেকেন্ডে প্রথম এবং ফিজির সিসিলা সিভুলা ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে রাউন্ড-১ এ পৌঁছে গেলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন