বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সালাউদ্দিনকে ফিফা-এএফসি সভাপতির অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৭:৫৯ পিএম

সদ্য সমাপ্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচনে কাজী মো. সালাউদ্দিন বড় ব্যবধানে জয় পেয়ে টানা চতুর্থবারের মাতো বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা। মঙ্গলবার সালাউদ্দিনকে পাঠানো পৃথক অভিনন্দন বার্তায় ফিফা সভাপতি ইনফান্তিনো লিখেছেন, ‘গত ৩ অক্টোবর অনুষ্ঠিত বাফুফের কংগ্রেস ও নির্বাচন হয়েছে। আপনি আবার বিজয়ী হওয়ায় অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে বিজয়ী হওয়া অন্যদেরও আমি অভিনন্দন জানাচ্ছি। আপনার সঙ্গে আগামী দিনে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং বিশ্ব ফুটবল উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা থাকবে আমাদের।’

এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা তার অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘বাফুফে নির্বাচনে আবার সভাপতি হওয়ায় আমার সংস্থা ও ব্যক্তিগতভাবে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনার বিজয়ী হওয়া বিশ্বাসের প্রতিফলন। বাংলাদেশের ফুটবল পরিবার পরিচালনায় আপনি সক্ষমতা প্রমাণ করেছেন। নিশ্চয়তা দিচ্ছি, আপনি আমার সব ধরনের সমর্থন পাবেন।’

গত ৩ অক্টোবর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ২১ পদের মধ্যে ১৪টিতে বিজয়ী হয়েছে। সভাপতি পদে বাংলাদেশ ফুটবলের প্রথম মেগাস্টার, সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন ৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক সাবেক তারকা ফুটবলার এবং বাফুফের তিনবারের সহ-সভাপতি বাদল রায় ৪০ ভোট পান। সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ সভাপতি ছাড়াও এক সিনিয়র সহ-সভাপতি, তিন সহ-সভাপতি ও ৯ টি সদস্য পদে জয়ী হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন