বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কামরুলের স্বপ্ন পদক পুনরুদ্ধার!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ৮:৪০ পিএম

বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেল অসুস্থ থাকায় প্রস্তাবিত একটি কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা দিয়েছেন সভাপতি কর্ণেল (অব.) মোহাম্মদ ফারুক খান। যা এখনো প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেনি এনএসসি। তবে এরই মধ্যে নিজেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে ‘এসএ গেমসে পদক পুনরুদ্ধারের স্বপ্ন’ দেখালেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিশ্ব স্কোয়াশ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ স্বপ্নের কথা জানান তিনি। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম বলেন, ‘আমরা কমিটির বিতর্কে যেতে চাইনা। সভাপতি এই কমিটির জন্য প্রস্তাবনা জমা দিয়েছেন। আমি নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাজ করবো। আর পেছন ফিরে তাকাতে চাই না। এর চেয়ে বেশি উত্তর আমি দিতেও পারছি না। এসব আলোচনা আমাদের স্কোয়াশ ফেডারেশনের কাজ কর্মে বাধা হবে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ পদক পুনরুদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘২০০৬ সালে কলম্বো, ২০১০ সালে ঢাকা এবং ২০১৬ সালে গৌহাটিতে টানা তিন আসরে আমরা ব্রোঞ্জপদক জিতেছিলাম। কিন্তু নেপালে তা হারিয়েছি। তাই আমাদের এবার মূল লক্ষ্য আগামী এসএ গেমসে (২০২৩ সাল) সেই পদক পুনরুদ্ধার করা। সে জন্য চার বছর মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি আমরা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন