সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

খেলোয়াড়দের কাছে ট্রফি চাইলেন সালাউদ্দিন!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ৮:১৮ পিএম

জাতীয় দল তথা ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড়দের কাছে ট্রফি চাইলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নব-নির্বাচিত সভাপতি কাজী মো. সালাউদ্দিন। টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার বিকেলে সালাউদ্দিনের সঙ্গে দেখা করে তাকে ফুলের শুভেচ্ছা জানান আশরাফুল ইসলাম রানা, নাসিরউদ্দিন চৌধুরী, রায়হান হাসান, তপু বর্মণ, সোহেল রানারা। বাফুফে ভবনে সভাপতির সঙ্গে সাক্ষাৎকালে নতুন ফুটবল মৌসুম নিয়ে নিজেদের কিছু দাবি-দাওয়ার কথা বলেন ফুটবলাররা। বাফুফে নির্বাচনের আগেই খেলোয়াড়দের সিদ্ধান্ত ছিল ভোট শেষে সভাপতির সঙ্গে কথা বলবেন তারা। এটা সালাউদ্দিনকে জানিয়েও রেখেছিলেন ফুটবলাররা। নির্বাচন শেষ হয়েছে ৩ অক্টোবর। পূর্ব সিদ্ধান্ত মতো এর ১১দিনের মাথায় প্রায় ৩৫ জন ফুটবলার কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের দাবিগুলো পেশ করেন।

 

করোনাভাইরাসের কারণে পরিত্যক্ত মৌসুমের পাওনা, নতুন মৌসুমের পারিশ্রমিকসহ ৬ টি বিষয় লিখিতভাবে বাফুফে সভাপতির কাছে পেশ করেন রায়হান-তপুরা। খেলোয়াড়রা যখন বাফুফে বসের হাতে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান ঠিক তখনি বাংলাদেশ ফুটবলের প্রথম মেগাস্টার কাজী সালাউদ্দিন বলেন,‘তোমরা আমাকে ফুল নয়, একটি ট্রফি দাও। বিজয়ের পর আজ তোমরা ফুল নিয়ে এসেছো। যদি ট্রফি জিতে আমার হাতে দিতে পারো তাহলে এর চেয়ে বেশি খুশি হবো আমি।’ এসময় সালাউদ্দিন আরো বলেন,‘তোমাদের কথাগুলো শুনলাম। আমি একটা কথা বলবো, আর তা হলো এবার দেশের ফুটবল উন্নয়নের জন্য আমাকে যত কঠোর হতে হয় হবো। এখন থেকে সবকিছু নিয়মের মধ্যেই চলবে। তবে তোমাদের মাঠে ভালো খেলতে হবে। তোমরা ভালো রেজাল্ট করলেই বাংলাদেশ ফুটবলের উন্নতি চোখে পড়বে।’

 

২০১৯-২০ ফুটবল মৌসুম করোনার প্রভাবে মাঝপথে পরিত্যাক্ত হওয়ায় খেলোয়াড়দের পাওনা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। বাফুফের পেশাদার লিগ কমিটির সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়েছিল ফুটবলারদের পুরোনো ক্লাবেই খেলতে হবে। আর পরিত্যক্ত মৌসুমে যার যে বেতন ছিলো আসন্ন ২০২০-২১ মৌসুমে হবে তার ২৫ ভাগ। তবে খেলোয়াড়দের দাবি ৬০ ভাগ এবং নতুন মৌসুমের দলবদল শুরুর আগেই পরিত্যাক্ত মৌসুমের সব বকেয়া পরিশোধ করতে হবে। কাল বাফুফের সভাপতি ফুটবলারদের আশ্বস্ত করেছেন নতুন মৌসুমে তাদের পারিশ্রমিক পরিত্যক্ত মৌসুমের ৪০ ভাগ করে দেয়ার। বৃহস্পতিবার বিকেলে পেশাদার লিগ কমিটির সভা আছে। জানা গেছে এ সভাতেই সব কিছু চূড়ান্ত হবে।

সভাপতির সঙ্গে আলোচনার পর জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বলেন,‘সভাপতি আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি আমাদের যৌক্তিক দাবী পূরণ হবে।’ জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানা বলেন,‘আমরা যারা জাতীয় দল বা শীর্ষ পর্যায়ে রয়েছি এছাড়া ঘরোয়া ফুটবলে অনেক ফুটবলার রয়েছে। তাদের দিক বিবেচনা করেই আমাদের এই প্রচেষ্টা।’ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ফুটবলারদের দাবির সঙ্গে অনেকটা একমতই পোষণ করে বললেন,‘আমরা ফুটবলার ও ক্লাব উভয়ের স্বার্থ সঠিকভাবে রক্ষার চেষ্টা করব। অনেক ফুটবলার রয়েছেন যাদের চুক্তি অল্প পরিমাণের। সেই চুক্তির ২৫ শতাংশ হলে মাসিক ভিত্তিতে খুব অল্প আয় হবে তাদের। সেটা যদি ৪০-৪৫ শতাংশ হয় সেক্ষেত্রে হয়তো কিছুটা স্বচ্ছলতা আসবে ফুটবলারদের।’ আবার ক্লাবের দিকটিও দেখছেন সোহাগ,‘অনেক ক্লাব আবার অনেক ফুটবলারের সিংহভাগ পরিশোধ করেছে। কিন্তু সেই হিসেবে লিগ শেষ হয়েছে মাত্র ৬ ভাগের এক ভাগ। ক্লাবেরও যৌক্তিক ব্যাখ্যা রয়েছে।’

এবার বাফুফে একজন চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের পাশাপাশি আরো সাত জন সদস্য নিয়ে লিগ ম্যানেজম্যান্ট কমিটি গঠন করবে। লিগ কমিটির গঠন ও পরিধি নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক বলেন,‘লিগ কমিটির দু’টি উপ-কমিটি থাকবে। একটি পেশাদার লিগ কমিটি, অন্যটি চ্যাম্পিনশিপ লিগ কমিটি। বিপিএলের ক্লাবগুলোকে আমরা ইতোমধ্যে চিঠি দিয়েছি, তাদের প্রতিনিধির নাম বুধবারের মধ্যে পাঠাতে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন